March 19, 2024

(৯০০+) পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম অর্থসহ || পাকিস্তানি মেয়ে শিশুর নাম

পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম সব অক্ষর দিয়ে- মিশরের মেয়েদের ইসলামিক নাম- নবীদের মেয়ের নাম- ইরানী মেয়ে শিশুর নাম- দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম- দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম অর্থসহ-  মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ ২০২৪- তুর্কি মেয়ে শিশুর নাম- আ দিয়ে মেয়ে বাবুর ইসলামিক নাম- ইসলামিক নাম মেয়েদের অর্থসহ স দিয়ে-  তিন অক্ষরের মেয়েদের ইসলামিক নাম অর্থসহ-  উম্মে দিয়ে মেয়েদের ইসলামিক নাম- মেয়েদের নামের তালিকা অর্থসহ

আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভলো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে আমি আপনাদের মানে আমার প্রিয় মুসলিম ভাইবোনের কথা ভেবেই এই পোস্টটি তৈরী করেছি। ইসলামের দৃ‌ষ্টিতে বাচ্চা ভূমিষ্ঠ মানে জন্ম হওয়ার পর পরই শিশুটির সুন্দর একটি নাম রাখা সকল পিতামাতার দায়িত্ব ও কর্তাব্য।

শিশুর নামের অর্থের উপরেই ডিপেন্ড করে শিশুটি বড় হয়ে রাগী মেজাজের কবে নাকি, নরম মনের মানুষ হবে। প্রতিটি মানুষের নামের প্রভাবে কিন্তু ভালো কাজে বা মন্দ কাজে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়ে। যাইহোক এ ব্যাপারে অনেক সহীহ হাদিস রয়েছে যা আপনার একটু কষ্ট করে হার্ড কপিতে বা সফট কবি হাদিস বইয়ে অথবা ইউটিউব করে বিভিন্ন হুজুরের মুখে ও শুনতে পারেন।

আমি এই পোস্টে বাছাই করা সুন্দর সুন্দর পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম / পাকিস্তানি মেয়ে শিশুর নাম শেয়ার করবো, এবং আশাকরি উপকৃত হবেন সবাই।

পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম

পাকিস্তানি মেয়েদের ইসলামিক নামঃ

নাম ———————আরবি ———————— অর্থ
হিতাশা — يأس – নামের অর্থ — যে সবার ভালো চায়, মঙ্গলকামনা।
ইসমাত‌ ‌আফিয়া‌ — ‌عصمت: عافية – নামের অর্থ — পূর্ণবতী।
ফাবিহা বুশরা — قبيحة بشرى – নামের অর্থ — অত্যন্ত ভাল শুভ নিদর্শন।
ইসরাত‌ ‌— إسرات – নামের অর্থ — সাহায্য।
রামলা‌ — ‌Ramla — الرملة: – নামের অর্থ — বালিময়‌ ‌ভূমি‌।
রামিসা‌ — راميسة: – নামের অর্থ — নিরাপদ।

আরো পড়ুনঃ ১০০+ সৌদি মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ | Saudi Arab Girls Name

আতিকা‌ — أتيكا – নামের অর্থ — সুন্দরি।
সাবিহা‌ — ‌صبيحة – নামের অর্থ — রূপসী।
ইশরাত — عشرات — – নামের অর্থ অন্তরঙ্গতা,  বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
আক্তার‌ — أكتر – নামের অর্থ — ‌ভাগ্যবান।
ফাদিলা — فضيلة – নামের অর্থ — উদারতার গুণাবলীর সঙ্গে জন্ম হয়েছে যার।
আইদা‌ ‌— عايدة – নামের অর্থ — বাড়ি‌ ‌ফিরে‌ ‌আসার‌ ‌পুরস্কার‌।
আকিলা‌ — ‌عقيلة – নামের অর্থ — বুদ্ধিমতি।
আইদাহ‌ — عايدة – নামের অর্থ — সাক্ষাৎকারিনী‌।
আকলিমা‌ — ‌أكليمة – নামের অর্থ — দেশ।
ইসমত — عصمت – নামের অর্থ — প্রতিরোধ, সাধুতা, সতী।
আছীর‌ ‌— اشير – নামের অর্থ — পছন্দনীয়।

পাকিস্তানি মেয়ে শিশুর নামঃ

নাম    —————-   অর্থ
লুবাবা — বিশুদ্ধ, পরিষ্কার।
সাফিয়া — বিশুদ্ধ,  পরিষ্কার।
আমিনা — সৎ,  বিশ্বাসী।
হাবিবাহ — প্রিয়, অত্যন্ত প্রিয়, নবীর একজন আত্মীয়।
আয়েশা — জীবিত,  প্রাণবন্ত সমৃদ্ধ এবং উন্নত
মরিয়া — বিশুদ্ধতা, সতীত্ব।
রুবাই — একটি প্রাসাদ, দুর্গ বা প্লাজা।
লাইলা — প্রমত্ততা, নেশা।
আলিয়া — পদমর্যাদা, মহিমা, গৌরব।
কবীরা — মহান, অসীম, সিনিয়র, পরাক্রমশালী।
আতিয়া — দান, অনুদান, উপহার।
ফারওয়াহ — সম্পদ, ধন, সমৃদ্ধি।
সারাহ — মহিমা বা গৌরবপূর্ণ মহিলা।
সাইয়ারা — তারকা।
আরওয়া — চঞ্চল, সুন্দর, লালিত্যযুক্ত।
সাকিনা — শান্ত, সুস্থির, প্রশান্ত, ধর্মপ্রাণ।

পাকিস্তানি মেয়েদের ইসলামিক নামের তালিকা অর্থসহ

(১) আয়েশা – নামের অর্থ — জীবিত,  প্রাণবন্ত সমৃদ্ধ এবং উন্নত
(২) মরিয়া – নামের অর্থ — বিশুদ্ধতা, সতীত্ব।
(৩) রুবাই – নামের অর্থ — একটি প্রাসাদ, দুর্গ বা প্লাজা।
(৪) লাইলা – নামের অর্থ — প্রমত্ততা, নেশা।
(৫) লুবাবা – নামের অর্থ — বিশুদ্ধ, পরিষ্কার।
(৬) সাফিয়া – নামের অর্থ— বিশুদ্ধ,  পরিষ্কার।
(৭) আমিনা – নামের অর্থ — সৎ,  বিশ্বাসী।
(৮) হাবিবাহ – নামের অর্থ — প্রিয়, অত্যন্ত প্রিয়, নবীর একজন আত্মীয়।

(৯) আলিয়া – নামের অর্থ — পদমর্যাদা, মহিমা, গৌরব।
(১০) কবীরা – নামের অর্থ — মহান, অসীম, সিনিয়র, পরাক্রমশালী।
(১১) আরওয়া – নামের অর্থ — চঞ্চল, সুন্দর, লালিত্যযুক্ত।
(১২) সাকিনা – নামের অর্থ — শান্ত, সুস্থির, প্রশান্ত, ধর্মপ্রাণ।
(১৩) আতিয়া – নামের অর্থ — দান, অনুদান, উপহার।
(১৪) ফারওয়াহ – নামের অর্থ — সম্পদ, ধন, সমৃদ্ধি।
(১৫) সারাহ – নামের অর্থ — মহিমা বা গৌরবপূর্ণ মহিলা।
(১৬) সাইয়ারা – নামের অর্থ — তারকা।

(১৭) আদিবা – নামের অর্থ = লেখিকা
(১৮) আনজুম – নামের অর্থ = তারা
(১৯) আনিফা – নামের অর্থ = রূপসী
(২০) আনিকা – নামের অর্থ = রুপসী
(২১) আনিসা – নামের অর্থ = কুমারী
(২২) আফরিন – নামের অর্থ = ভাগ্যবান
(২৩) আফিয়া – নামের অর্থ = পুণ্যবতী
(২৪) আফিয়া আমিনা – নামের অর্থ = পুণ্যবতী বিশ্বাসী
(২৫) আফিয়া জাহিন – নামের অর্থ = পুণ্যবতী বিচক্ষন
(২৬) আয়িশা – নামের অর্থ = জীবন যাপন কারীনি
(২৭) আরমানী – নামের অর্থ = আশাবাদী
(২৮) আসমা – নামের অর্থ = অতুলনীয়
(২৯) আসিফা – নামের অর্থ = শক্তিশালী
(৩০) আহলাম – নামের অর্থ = স্বপ্ন
(৩১) আসিলা – নামের অর্থ =নিখুঁত

আরো পড়ুনঃ ৫০০+ মেয়েদের ইসলামিক নাম বাছাই করা – সকল অক্ষর দিয়ে

আপনি যদি টেক লাভার হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখতে পারেন। আশাকরি আপনি উপকৃত হবেন। আমরা প্রতিটি ভিডিওতে সত্য বিষয়টি জানানোর চেষ্টা করি। আপনি যদি অনলাইন বা ইন্টারনেট থেকে ইনকাম করতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে Online Earning প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখুন।

এছাড়াও আপনার প্রয়োজনীয় যেকোনো ধরনের বইয়ের পিডিএফ প্রয়োজন হলে ফেসবুকে মেসেজ করে অথবা এই পোস্টে কমেন্ট করে জানাতে পারেন।

পোস্টটি পড়ে উপকৃত হয়ে থাকলে, পোস্ট লিংকটি কপি করে আপনার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যেনো তারাও লাভবান হয়।

tags:
দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম, দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম অর্থসহ,  তিন অক্ষরের মেয়েদের ইসলামিক নাম অর্থসহ,  উম্মে দিয়ে মেয়েদের ইসলামিক নাম, মেয়েদের নামের তালিকা অর্থসহ, মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ ২০২২, পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম সব অক্ষর দিয়ে, মিশরের মেয়েদের ইসলামিক নাম, নবীদের মেয়ের নাম, ইরানী মেয়ে শিশুর নাম, তুর্কি মেয়ে শিশুর নাম, আ দিয়ে মেয়ে বাবুর ইসলামিক নাম,  ইসলামিক নাম মেয়েদের অর্থসহ স দিয়ে

এই লিস্টে আরো বাছাইকৃত পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম যুক্ত করা হবে।